রংপুর শহরের প্রাণ কেন্দ্র থেকে একটু দূরে, রংপুর - সৈয়দপুর মহাসড়কের পার্শেই গঞ্জিপুরে নৈসর্গিক পরিবেশে “ভিন্ন জগত” এর অবস্থান।
“ভিন্ন জগত” ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যাতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমণে ভিন্ন জগত পর্যটন কেন্দ্র ছাত্র-ছাত্রী ও আনন্দ পিপাসূদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত। ভিন্ন জগতে স্থাপিত বাংলাদেশের প্রথম প্লানেটরিয়াম, রোবট স্কিন জোন, স্পেস জার্নি, লোকশিল্প যাদুঘর।
শিশু - কিশোরদের আনন্দ দেবার প্রয়াসে নির্দিষ্ট সীমানায় সংযোজন করা হয়েছে- শিশু কানন, মেরি-গোরাউন্ড, হেলিকপ্টার ফ্লাইং জোন, নাগর দোলা, ওয়াটার ওয়েভ, ক্যাঙ্গারু মুভিং, স্পাইডার জোন, বাম্পার কার, শীতল বরফের দেশ, বিমান ভ্রমন, ইষ্টেশনের রেলগাড়ীটা, রোলার কোস্টার, তাল -বেতাল, লন্স জার্নি, প্যাডেল বোট, ডাইনোসর সহ লোকশিল্পের মেলা ও মনিষীদের কথা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যস্থাপনা এবং বাঙালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণরত ভাস্কর্যস্থাপনা ।
বিশ্বের সপ্তাশ্চর্যের অবিকল রুপে স্থাপন করা হয়েছে- তাজমহল, পিরামিড, চিড়িয়াখানা, চীনের প্রাচীর, মস্কোর ঘন্টা, সুন্দরবন ও আইফেল টাওয়ার। তাই আমরা বলি বিশ্ব দেখা এখন ভিন্ন জগতেই।
রয়েছে পরিচ্ছনড়ব পরিবেশে তিন তারকা বিশিষ্ট আবাসিক রেস্ট হাউজে রাত্রী যাপনের সুব্যবস্থা। মনরোম ও নিরিবিলি পরিবেশে স্থাপন করা হয়েছে কটেজ, পিকনিক স্পট ও সভা-সেমিনারের হল রুম। সিঙ্গাপুরের লায়নের রুপে স্থাপিত ওয়াটার লায়ন খোলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সুবিধা সহ সার্বক্ষণিক বৈদ্যুতিক নিশ্চয়তা ও নিরাপত্তার ব্যবস্থা।
স্বাগত জানাই সবাইকে আসুন আমাদের সাজানো অঙ্গনে। বেড়িয়ে উপভোগ করে যান “ভিন্ন জগত” পর্যটন কেন্দ্র।